শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেহেদি রঙ গাঢ় করার উপায়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৯:০৩

যেকোনো উৎসবেই নারীরা মেহেদি পরতে ভালোবাসে, এমনকি বিয়ের সময় একটা অংশ জুড়েই থাকে মেহেদি পরার ও পরানোর আয়োজন। কিন্তু অনেক সময় মেহেদির রং নিয়ে পরতে হয় অনেক বিড়ম্বনায়। অনেকেই পায়না তাদের কাঙ্ক্ষিত গাঢ় রঙ। স্বল্প কিছু নিয়ম অনুসরণ করলেই মনের মত রঙ পাওয়া সম্ভব।

* মেহেদি পরার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। হাতে কোন প্রকার ময়লা অথবা তেল জাতীয় কিছু থাকা যাবেনা। অতঃপর মেহেদি লাগাতে হবে।

* মেহেদি শুকিয়ে গেলে হাত থেকে শুকনো মেহেদিগুলোকে ঝরিয়ে নিতে হবে। হাতে ভুলেও পানি দেওয়া যাবেনা।

* মেহেদি ঝরানো হলে তুলোর সাহায্যে নারিকেল তেল মেহেদির নকশার ওপর লাগাতে হবে। এভাবে ৫-১০ মিনিট করতে হবে। অপেক্ষা করতে হবে আধা ঘণ্টার মত। তারপর হাত ধুয়ে নিতে হবে। 

এভাবে মেহেদির রঙ যেমন গাঢ় হয় তেমনি নকশার স্থায়িত্ব বাড়ে।

ইত্তেফাক/এনএসএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন