শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ জনের কারাদণ্ড

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:১৪

এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল দুই জনকে কারাদণ্ড দিয়েছে। দক্ষিণ সিটি এলাকায় পাঁচটি মোবাইল কোর্টের পক্ষ থেকে মোট ১৯৮টি বাড়ি পরিদর্শনকালে আরো পাঁচ বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে। 

চামেলীবাগের কনকর্ড টুইন টাওয়ারসহ মোট ছয়টি হোল্ডিং থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে সায়েন্স ল্যাব মিরপুর রোডের হোল্ডিং নম্বর ৪৩-এর মো. সাজুকে (৪৫) ও হোল্ডিং নম্বর ৪৪-এর মো. নজরুল ইসলামকে (৩০) এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া শান্তিনগরের টুইন টাওয়ারে এডিস মশার লার্ভা ও পানি জমে থাকার কারণে ৩০ হাজার টাকা এবং যাত্রাবাড়ী এলাকার পাঁচটি বাড়িতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আরও পড়ুন: ডেঙ্গু রোগীর ৯০ শতাংশই সুস্থ এক দিনে কমেছে ৬ শতাংশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে গতকাল পর্যন্ত মোট ৭৫ হাজার ২৪৩টি বাড়ি সরেজমিন পরিদর্শন, চার জনকে কারাদণ্ড প্রদান, ১৬ বাড়ির মালিককে সতর্কীকরণ এবং ৩১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইত্তেফাক/নূহু