শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোহলির মতো টেকনিক্যাল সমস্যায় বাবর আজম

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৬:৪৭

সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত বাবর আজমের ব্যাটিংয়ে একটি খুঁত খুঁজে পেয়েছেন নাসের হুসেইন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে, অফ স্টাম্পের বাইরের বলে টেকনিক্যাল কিছু সমস্যা আছে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের।

 

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে বাবরের এই সমস্যার কথা বলেন হুসেইন। একই সমস্যা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও ছিল বলে জানান তিনি, ‘অফ স্টাম্পের একটু বাইরের বলে বাবরের সামান্য টেকনিক্যাল সমস্যা রয়েছে। কিছুটা কোহলির মতো, যেমনটা ওর ছিল ইংল্যান্ড সফরে যখন প্রথম সে এসেছিল।’ 

আরো পড়ুন : দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে

২০১৪ সালে নিজের প্রথম ইংল্যান্ড সফরে অফ স্টাম্পের বাইরের বলে বেশ ভুগেছিলেন কোহলি। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ টেস্টে রান করেছিলেন কেবল ১৩৪, সর্বোচ্চ ৩৯। টেকনিকে কিছুটা সমস্যা থাকলেও বাবরের ব্যাটিং দেখা হুসেইনের কাছে চোখের শান্তি। ক্রিকেটের কিংবদন্তিদের একজন হতে হলে তার কি করণীয়, সেটাও বাতলে দিয়েছেন তিনি, ‘বাবর দুর্দান্ত একজন ক্রিকেটার। ব্যাটিংয়ের মানে এই নয় যে, কি পরিমাণ রান হচ্ছে, কীভাবে সেগুলা করছে সেটা গুরুত্বপূর্ণ। বাবর যখন ভালো ব্যাটিং করে, দেখতে শান্তি লাগে। অসাধারণ একজন ক্রিকেটার সে। খেলাটির কিংবদন্তি হতে চাইলে ওই লক্ষ্যে তার চেষ্টা চালিয়ে যেতে হবে। বিশ্বের সব জায়গায় ধারাবাহিক হতে হবে এবং সব কন্ডিশনে রান করতে হবে।’

 

ইত্তেফাক/ইউবি