শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বার্সেলোনা এবং মেসির রেকর্ড

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৪:০০

৩১ বার্সার ক্যাবিনেটে কোপা দেল রে শিরোপা সংখ্যা। স্পেনের ঘরোয়া এই ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন কাতালানরাই।

১৩ রেকর্ড টানা ১৩ বারের মতো মৌসুমে ৩০-এর অধিক গোল করলেন মেসি। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে এমন রেকর্ড নেই আর কারো।

৭২০ দিন পর শিরোপা খরা কাটল বার্সেলোনার। সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগা জিতেছিল কাতালানরা।

৯৬ আন্দালুসিয়া রাজ্যের সেভিয়ায় ৯৬ বছর পর কোনো ফাইনাল জিতল বার্সেলোনা।

৩১ বিলবাওয়ের বিপক্ষে জোড়ায় বার্সেলোনার হয়ে ৩১ ফাইনালে ৩১ গোল হয়ে গেল মেসির। ফুটবল দুনিয়ায় এখন ফাইনালে সর্বোচ্চ গোলের মালিক মেসিই। আগের রেকর্ডটি ছিল পেলের (২৯)।

৩৭ জাতীয় ও ক্লাব দলের হয়ে মেসির শিরোপা জয়ের সংখ্যা। খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ দলীয় শিরোপা জেতা ফুটবলার মেসিরই সাবেক সতীর্থ দানি আলভেজ (৪১টি)।

ইত্তেফাক/টিআর