বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবছে শ্রীলঙ্কা

আপডেট : ১১ জুন ২০১৯, ১৭:২০

ব্রিস্টলের আকাশ মেঘে ঢাকা। থেমে থেমে হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি। এমন অবস্থায় বল মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টস হয়নি। বল মাঠে না গড়ালেও শুরু হয়ে গেছে বিচার-বিশ্লেষণ। 

বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরে শ্রীলঙ্কান ব্যাটিং কোচ জন লুইস বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে (বাংলাদেশের) ওদের সাম্প্রতিক ফল খুবই ভালো। তাই ম্যাচটা সহজ হবে না জানি। তবে এটা বিশ্বকাপ, সাধারণত এখানকার পরিস্থিতি ভিন্ন হয়।’

তিনি আরো বলেন, ‘ওরা খুবই ভালো দল সন্দেহ নেই। সূচির কারণে শুরুটা শক্তিশালী দলের সঙ্গে হলেও ওদের পারফরম্যান্স কথা বলেছে। এমনকি যেসব ম্যাচ ওরা জেতেনি সেখানেও। এটাই প্রমাণ করে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী তারা।’

ইত্তেফাক/জেডএইচ