শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

থানায় নাপিত ডেকে চুল কাটানোর খেসারত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৩:৪৯

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি থানার ভেতর চুল কেটে জরিমানার সম্মুখীন হয়েছে প্রায় ৩১ জন পুলিশ কর্মকর্তা। অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যেককেই ২৭৫ ডলার জরিমানা করা হয়েছে। বলা হচ্ছে, করোনাবিধি  মেনে না চলায় ঐ পুলিশ কর্মকর্তাদের জরিমানা করা হয়েছে। 

এ নিয়ে লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়, বেথনাল গ্রিন থানায় একজন দক্ষ নাপিতকে দিয়ে গত ১৭ জানুয়ারি চুল কাটান বেশ কয়েকজন কর্মকর্তা। এ নিয়ে পরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। 

 স্থানীয় পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মার্কাস বার্নেট বলেন, এটা হতাশার যে আমার কর্মকর্তারা করোনার বিধি মানতে পারেননি। যে দুই কর্মকর্তা ঐ আয়োজন করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। 

আরও পড়ুন: যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়ালো

 নতুন ধরনের করোনার সংক্রমণের কারণে যুক্তরাজ্যে গতমাস থেকে রোগী শনাক্তের সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। গত একদিনে যুক্তরাজ্যে ২০ হাজার ৮৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩৬ লাখ ৮৯ হাজার ৭৪৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ১ লাখ ১৬২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইত্তেফাক/এআর