শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবচরে বিআইডব্লিউটিএ ড্রেজারে তেল চুরি, আটক ১

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:৪৭

মাদারীপুরের শিবচরে বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ খননের ড্রেজারে ব্যবহৃত সরকারি ৫ হাজার ১’শ লিটার তেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার রাতে তাকে আটক করে মাদারীপুর গোয়েন্দা পুলিশ।

আটককৃত ওই ব্যক্তির নাম আব্দুল করিম হাওলাদার। সে কাঁঠালবাড়ি এলাকার মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ডিবির এসআই রবিউল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন: মির্জাপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন রাতে ডিবির একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় শিবচরের পদ্মার চর এলাকা থেকে ড্রেজারে ব্যবহৃত ২৪ টি ড্রামে ৫ হাজার ১’শ লিটার ডিজেল তেল জব্দ করে। এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত আব্দুল করিম হাওলাদারকে আটক করা হয়। 

মাদারীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল নৌপথ খনন কাজে ব্যবহৃত ড্রেজারের তেল চোরাকারবারিদের সন্ধানে অভিযান চালায়। এ সময় ৫ হাজার ১’শ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল করিম হাওলাদার আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম