বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেট বিভাগে অবৈধ ইটভাটা উচ্ছেদ শুরু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২০:৩২

সিলেট বিভাগে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদে নেমেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৩টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইশরাত জাহান পান্না। সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক পারভেজ আহমেদ। অভিযান চলে সকাল থেকে বিকেল পর্যন্ত। 

উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো- লস্করপুর এলাকায় অবস্থিত নিউ সুজাত ব্রিকস, বশিনা এলাকার নিউ মেট্রো ও তগলী এলাকার সাগর ব্রিকস।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনুর রশীদ মামুনের নেতৃত্বে একটি ইউনিট, পুলিশের সিলেট রিজার্ভ ফোর্সের একটি টিম ও শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের একটি টিমও অভিযানে সহযোগিতা করে। 

আরও পড়ুন: ভিড়ের মধ্যে আইএসের টুপি দেওয়া হয়, দাবি রিগ্যানের

ইশরাত জাহান পান্না জানিয়েছেন, ওই ইটভাটা গুলো দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল।  বাহুবল থেকে এ অভিযানের শুরু চলবে পুরো সিলেট জুড়ে। 

ইত্তেফাক/এসি