শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনাফে ৮ লাখ ইয়াবা, অস্ত্র-গুলিসহ আটক ৪

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩১

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪ জন মাদক কারবারীকে ৮ লাখ ইয়াবা ও ৬টি অস্ত্র গুলিসহ আটক করেছে। শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার ভোররাতে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারী ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, দলিলুর রহমানের ছেলে ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোছন প্রকাশ বার্মাইয়া পেটাইন্যার ছেলে ছৈয়দ নুর, সব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেলকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে তল্লাশি চালিয়ে ৮ লাখ ১০ হাজার ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করে।

আরো পড়ুন : সবকিছুই অবৈধ, তবুও চলছিল কারখানাটি

র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  জানান, দীর্ঘদিন ধরে এদের কার্যক্রমের উপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ইয়াবা অস্ত্র গুলিসহ তাদের আটক করা হয়।

ইত্তেফাক/এমআরএম