শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টাঙ্গাইল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ত্রাণ সহায়তা প্রদান

আপডেট : ২০ মে ২০২০, ২১:১০

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলায় ৮টি ভ্রাম্যমাণ আদালতে মোট ১০ মামলা করা হয়। এ ছাড়াও সহায়তা প্রদান করা হয় ৫ হাজার ৯০০ পরিবারকে।

জেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মোট ১০ মামলায় ৭৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করায় এই মামলা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এ ছাড়াও ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন টাঙ্গাইলের কন্ট্রোল রুম (ফোন-০৯২১-৬২০৮৭, রিলিফ হটলাইন- ০১৭২৫-৩১২৫৪৮) হতে প্রাপ্ত কলের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজী-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রীসহ অন্যান্য সহায়তা পৌঁছে দেয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সারা জেলায় ৫৯০০ পরিবারের মধ্যে ৫৯ মেট্রিক টন খাদ্য সহায়তা ও চার লক্ষ পঁচিশ হাজার টাকা নগদ মূল্যের অন্যান্য মালামাল বিতরণ করা হয়।

ইত্তেফাক/আরএ