শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধায় সাংবাদিক গ্রেফতার

আপডেট : ২৭ মে ২০২০, ০২:১৬

ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বিকালেই আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। 

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফাতেমা পরিবহনের মালিক আব্দুস সোবাহান ওরফে বিচ্চুর দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

প্রসঙ্গত, করোনা ভাইরাস পরিস্থিতিতে ফাতেমা পরিবহন গাইবান্ধা থেকে ঢাকা যাত্রী বহন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক রতন লেখালেখি করেন। বিষয়টি শ্রমিক নেতা আব্দুস সোবাহানের দৃষ্টি গোচর হলে তিনি গত ১২ মে রতনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করে।


ইত্তেফাক/ইউবি