বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিলের টাকা কম দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৮ মে ২০২০, ১৮:৪৯

মৌলভীবাজারের জুড়ীতে করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিলের ২৫০০ টাকার চেয়ে কম দেওয়ায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 

জানা যায়, ওই তহবিলের ২৫০০ টাকা উত্তোলনের খরচ বাবদ অতিরিক্ত ৩৬.২৬ টাকাসহ প্রত্যেককে ২৫৩৬.২৬ টাকা মোবাইল ব্যাংকিং নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে পর্যায়ক্রমে প্রদান করা হচ্ছে। দুপুরে ইউএনও বরাবরে দুজন অভিযোগ করেন এক ব্যবসায়ী তাদের কাছ থেকে খরচের ৩৬.২৬ টাকার পরেও অতিরিক্ত আরো ৫০-১০০ টাকা করে কম দিয়েছেন।

আরও পড়ুন: প্রকৃতির বুকে মানুষের বল্লম

অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার ফজলুর রহমান মার্কেটের বাশার টেলিকমের মালিক আবুল বাশারকে দুই হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন ইউএনও। এসময় ভূক্তভোগীদের নিকট থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফিরিয়ে দেওয়া হয়।

ইত্তেফাক/এসি