শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দিনাজপুরে করোনায় এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ১৬:৪২

দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এনামুল হক (৩৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে তার মৃত্যু হয়। এনামুল হক বীরগঞ্জ থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন এবং তার বাড়ি পঞ্চগড় জেলায়।  

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন, ‘গত ২ জুন অসুস্থ হয়ে মো. এনামুল হক বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে তার পরীক্ষা-নিরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়লে ৬ জুন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: সেনবাগে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু 

ওসি আব্দুল মতিন প্রধান বলেন, ‘এর আগে অ্যাজমা এবং হৃদরোগে ভুগছিলেন কনস্টেবল এনামুল হক।’

উল্লেখ্য, এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরে এ পর্যন্ত ৬ জন মারা গেছেন। দিনাজপুরের সদর উপজেলায় একজন, চিরিরবন্দর উপজেলায় দুইজন, পার্বতীপুরে একজন, বোচাগঞ্জে এক জনের মৃত্যু হয়। সর্বশেষ মারা গেলেন পুলিশ সদস্য এনামুল হক। 

ইত্তেফাক/এএএম