বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহেশখালীতে ভূমি দখলকারীদের হামলায় আহত রেঞ্জারের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১০:৪৭

মহেশখালীতে সরকারি জমি উদ্ধার করতে গিয়ে স্থানীয় ভূমি দখলকারীদের হামলায় মৃত্যুবরণ করেছেন একজন সহকারী রেঞ্জ কর্মকর্তা। তিনি মহেশখালী উপজেলার কেরুনতলী বিটের সহকারী রেঞ্জ হিসাবে কর্মরত ছিলেন।

গত ৩০ জুলাই চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিটের করই বুনিয়া নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের স্থানীয় ভূমি দখলকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনাকালে সরকারি জমি দখলে বাধা প্রদান করেন। এ সময় ভূমি দখলকারীরা জোটবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় শরীরে ব্যাপকভাবে হামলার শিকার হন সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. ইউছুফ (৩০)।

ঐদিন তার শরীরের ব্যাপক আঘাত প্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। লাইফ সাপোর্টে চিকিৎসায় থাকাকালীন ৬ আগস্ট ভোর ছয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. ইউছুফ কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান। দীর্ঘ আটদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর সংবাদ প্রচার হলে মহেশখালীতে শোকের ছায়া নেমে আসে।

ইত্তেফাক/এএম