শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পীরগাছায় চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সর্বস্ব লুট

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:৪৭

রংপুরের পীরগাছায় চেতনানাশক ওষুধ প্রয়োগ করে বাড়ি থেকে সর্বস্ব লুট করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার কান্দি ইউনিয়নের নিজ পাড়া(দালালীপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে মোহাম্মদ আলীসহ পরিবারের ৫ সদস্য রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তিনটি দরজা ভেঙে ঘরে থাকা স্টিলের আলমারি আঙ্গিনায় বাহির করে। পরে তারা আলমারি ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সকালে মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদেরকে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা নলকূপের পানিতে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা ছিল। রাতে সেই পানি পান করে পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। পরে ওত পেতে থাকা দূর্বৃত্তরা সর্বস্ব লুট করে নিয়ে যায়।

ঘটনা স্থল তদন্তে আসা পীরগাছা থানার এস আই সেলিম রেজা বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম