মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধু সারাবিশ্বের সম্পদ: খাদ্যমন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বের অসংবাধিত নেতা ছিলেন। তার অমর বাণীতে সকল বাঙালি মুক্তিযোদ্ধে ঝঁপিয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সারাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার খোলার  নির্দেশ রয়েছে ও উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মুরাল তৈরির করা পদক্ষেপ নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ না সারাদেশের ও সারাবিশ্বের সম্পদ।

শুক্রবার সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় আরও বলেন, বঙ্গবন্ধুর কর্নার ও তার জীবন উল্লেখ্য দেখে নতুন প্রজন্ম সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ও মাদক থেকে ফিরে এসে বঙ্গবন্ধুর এই আদর্শ এবং স্বাধীনতার পতাকা নিয়ে এগিয়ে যাবে।

এ সময় জেলা প্রশাসক হারুন অর রশীদ, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসন পাটোয়ারী ও বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করেন মন্ত্রী।

ইত্তেফাক/এসি