শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯

বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র (আবহাওয়া অফিস)। এর প্রভাবে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। 

এদিকে দুপুরের জোয়ারে বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়ায় শহরের কুমারখালী এলাকায় রাস্তা তলিয়ে গেছে। এছাড়া নদীর পাড়ের নিম্নাঞ্চলের রাস্তা ও বাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করছে। 

আরও পড়ুন: বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

থেমে থেমে হওয়া হালকা মাঝারি বৃষ্টিতে বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহণে তেমন কোন প্রভাব পড়েনি। ফলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

ইত্তেফাক/এএএম