বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লালমোহনে জেলেদের হামলায় পুলিশ আহত, ফাঁকা গুলি  

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২০:১৯

ভোলার লালমোহনে ইলিশ রক্ষা অভিযানের সময় প্রশাসনের ট্রলারে হামলা চালিয়েছে জেলেরা। হামলায় ফাহাদ (২৭) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ফাহাদ স্থানীয় মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলার মেঘনা নদীর কাঠিরমাথা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬ জেলেকে আটক করেছে পুলিশ। 

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। 

অপরদিকে বুধবার সকালে উপজেলার তেতুঁলিয়া নদীতে অভিযানে গেলে সেখানে প্রশাসনের ট্রলারে হামলার চেষ্টা করে জেলেরা। এসময় ১ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। গুলিতে কেউ হতাহত হয়নি। 

আরও পড়ুন: মা ইলিশ রক্ষায় মাদারীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে পদ্মায় রাতভর সাড়াশি অভিযান

ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, বেলা ১১টার দিকে তেতুঁলিয়া নদীর মাঝখানে গেলে সেখানে প্রায় ৩০ জনের একদল জেলে প্রশাসনের অভিযানের ট্রলারে হামলার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি করলে জেলেরা পিছু হটে। এর পর সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করার পর অপ্রাপ্তবয়স্ক ৩ জনকে অর্থদণ্ড এবং ২ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

ইত্তেফাক/এএএম