সাভারে গাড়ি চাপায় প্রকৌশলীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
ইত্তেফাক রিপোর্ট১৮:২৮, ১২ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
সাভারে গাড়ী চাপায় একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে সাভারের বলিয়াপুর এলাকার এন.আর পাম্পের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার এন.আর ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত একটি পরিবহন মোটরসাইকেল চালক পারভেজকে (২৩) চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ অবশেষে হিলি স্থলবন্দরে আটকে থাকা চালের খালাস শুরু
নিহত পারভেজ নোয়াখালী জেলার সুদারাম থানার শৌলকিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি সাভার থানাধীন আবেদ মনসুর কনস্ট্রাকশন কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ইত্তেফাক/এমএএম