বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:২১

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর বাজারে ঘাটে রাখা ভাসমান নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

নিহতরা হলেন- নিকলী উপজেলার নগর গ্রামের হাশেম (২৫) ও সাজনপুর গ্রামের গিয়াসউদ্দিন (২৭)। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন। 

নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুরে গ্রামীণ মেলায় পণ্য বেচাকেনা শেষে রাতে নৌকার মাঝিসহ কয়েকজন নৌকায় ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোরে মশার কয়েল থেকে প্রথমে আগুন বিছানায় ছড়িয়ে পড়ে এবং পরে নৌকায় রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সেটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে নৌকার মাঝি জহুরউদ্দিন (৪২) ঘটনাস্থলেই মারা যান এবং চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়।

ইত্তেফাক/জেডএইচ