শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খোলা আকাশের নিচে চলছে গোবিন্দপুর সপ্রাবির পাঠদান

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৭:৩৫

কচুয়ায় উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ১০৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুুঁকিপূর্ণ হওয়ায় খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ বিদ্যালয়ে একটি ভবনের বিভিন্ন অংশের আস্তর, ছাদের মাঝখানের বিম ও পিলারের আস্তর খসে পড়ছে। এমতাবস্থায় পরিচালনা পর্ষদ ঝুকিপূর্ণ মনে করে ওই ভবনের বাইরে বিদ্যালয়ের বারান্দায় ও মাঠে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। অপর ভবনের দুইটি কক্ষের একটিতে অফিস ও অন্যটিতে ঠাসাঠাসি অবস্থায় শ্রেণির পাঠদান কার্যক্রম চলছে। এতে দীর্ঘদিন বর্ষা আর গ্রীষ্মে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। 

বিদ্যালয়ের অভিভাবক মো. সেলিম মিয়া বলেন, ‘ভবনটি যে কোন সময় ধ্বসে পড়ে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণনাশের আশংকা রয়েছে। বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীকে এখন শ্রেণিকক্ষের বাইরে আঙিনায় বসে ক্লাস করতে হচ্ছে। আমরা অভিভাবকগণ ছোট ছোট ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে উৎকণ্ঠায় থাকি।’

কচুয়ায় জরাজীর্ণ বিদ্যালয় পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজসহ অন্যরা। ছবিঃ ইত্তেফাক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর আক্তার জানান, ‘জরাজীর্ণ ভবনটি আমরা ব্যবহার করতে পারছিনা, শ্রেণিকক্ষের অভাবে বাধ্য হয়েই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম খোলা আকাশের নিচে চালিয়ে আসছি। গত কয়েকদিনে আকাশে মেঘ জমলে অনেকটা বাধ্য হয়েই ছুটির ঘণ্টা বাজিয়ে দিতে হয়েছে। আর বৃষ্টি হলে তো শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে না। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।’

উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল জানান, বিদ্যালয়টি একাডেমিক ভবন জরাজীর্ণ হওয়ায় পাঠদানের সমস্যা দেখা দিয়েছে। বিদ্যালয়টি মেরামতের জন্য প্রধান শিক্ষকের আবেদন পাওয়া গেছে। নতুন ভবনের টেন্ডারের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

এদিকে বিদ্যালয়ের সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ সোমবার ওই বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিকল্প ক্লাস নেওয়ার জন্য জেলা প্রশাসকের তহবিল থেকে টিন বরাদ্দ প্রদানের ঘোষণা করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বিদ্যালয় ভবনের টেন্ডার করে নতুন ভবন নির্মানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ ধুনটে মাদক ব্যবসার দায়ে যুবলীগ নেতা বহিস্কার

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এএইচ এম শাহরিয়ার রসুল, সহকারি শিক্ষা অফিসার মনির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শাহীনুর আক্তার ও সভাপতি সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। 

ইত্তেফাক/নূহু