শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৯:৫৬

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক। শুক্রবার দুপুরে সাভারে ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম রূপ মিয়া (২২)। সে ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকার আলেক মিয়া ছেলে।

আরও পড়ুনঃ সাভারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, হত্যাকারীর মায়ের আত্মসমর্পণ

সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম জানান, গতকাল দুপুরে ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকার প্রবাসী নাজিমুদ্দিনের বাড়ির ২য় তলায় কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় অসতর্কতার কারণে ওই বিল্ডিংয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হন দুই নির্মাণ শ্রমিক। এ সময় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক রূপ মিয়ার মাথায় রড ঢুকে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় অপর শ্রমিক নজরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নজরুল স্থানীয় লুটেরচর এলাকার মোঃ জুলহাসের ছেলে।

ইত্তেফাক/নূহু