শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঠবাড়িয়ায় ঝড়ে পড়া গাছচাপায় রাজমিস্ত্রী নিহত

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৫:৪৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে জাকির হোসেন তালুকদার (৩৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় উপজেলার মিরুখালী-আমুয়া সড়কের কাছে এ দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলে নিহত হন।

নিহত রাজমিস্ত্রী জাকির উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের মৃত হযরত আলী তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাকির হোসেন শুক্রবার রাতে রাজমিস্ত্রির কাজ শেষে স্থানীয় মিরুখালী বাজার থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় পথে আকস্মিক ঝড় বৃষ্টির কবলে পড়েন তিনি। মিরুখালী-আমুয়া সড়কের পাশের একটি চাম্বল গাছ ভেঙ্গে পড়ে। ওই গাছের নিচে সড়কের ওপর চাপা পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

পরে পুলিশ খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় নিহত জাকিরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে এখন শোকের মাতোম চলছে।

আরও পড়ুনঃ বিলাইছড়ির আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার ঘটনায় মামলা

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

ইত্তেফাক/নূহু