শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জীবননগরে স্কুল ছাত্রী নিহতের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:২৫

জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর আখ সেন্টারের সম্মুখে বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রীর নাম জুঁই (৭)। সে মনোহরপুর গ্রামের সিএনজি চালক জসিম উদ্দিনের মেয়ে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জুঁইকে হত্যা করে চুয়াডাঙ্গার দিকে পালিয়ে যায়।

জুঁই মনোহরপুর ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্রী। এ সময় সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলো। 

এ দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু