রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহতের জানাজার নামাজ। ছবিঃ ইত্তেফাক।
রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা১৬:৩০, ২১ এপ্রিল, ২০১৯ | পাঠের সময় : মিনিট
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাগর (২১)। সাগর পৌর শহরের ভান্ডারা মহল্লার শাহাজাহান আলীর ছেলে। আহত আরমানের পিতার নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শিবদিঘি-নেকমরদ পাকা সড়কে গত ২০ এপ্রিল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও পাগলুর মুখোমুখি সংঘর্ষ সাগর ও আরমান গুরুতর আহত হন। সাগরকে ঐ রাতেই রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা খারাপ হতে থাকলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথে সে মারা যায়।
আরও পড়ুনঃ সাজেকে কাঠ বোঝাই গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত
২১ এপ্রিল রবিবার ডিগ্রি কলেজ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু