শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৪:৩৮

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদের সামনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণ মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে হাতে হাত রেখে প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ মানববন্ধন কর্মসুচি পালন করেন। 

এ সময় তারা সরকারের কাছে তাদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাস্টের জন্য ১০ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রীর ও শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষকদের জীবনমান বিবেচনা করে জরুরী ভিত্তিতে প্রজ্ঞাপন বাতিলের দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে শিক্ষকনেতারা উপজেলা নিবার্হী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের হাতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

আরও পড়ুন:  এবার এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির জাহিদ

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন ও সাধারন সম্পাদক মিঠুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, সমরকান্তি ভৌমিক, কামরুন নাহার, সাদেক আলী, সরোয়ার হোসেন, মেজবাহাউদ্দিন, মনিরুজ্জামান মোস্তফা, আশরাফ আলী, মাহাতাবউদ্দিন রুবেল, কাওছার মোল্লা প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি