শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালুখালী উপজেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম

আপডেট : ২০ মে ২০১৯, ১৩:১৮

আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন । কালুখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকা) প্রতীকে নির্বাচন করার টিকিট পেয়েছেন।

গত রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মহেশপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

এ দিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

কাজী সাইফুল ইসলাম আগামী ১৮ জুনের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে কালুখালী বাসীর সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো ও সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ চেয়েছেন।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মোল্লা, মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মৃধাসহ একাধিক নেতৃবৃন্দরা জানান, কালুখালী উপজেলা পরিষদের প্রথম ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামকে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ২য় বারের মতো দলীয় মনোনয়ন নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দানে উপজেলাতে বইছে আনন্দ উল্লাস। সর্বস্তরের নেতৃবৃন্দ আওয়ামীলীগের সভাপতির প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ জুন ৫ম ও শেষ ধাপে অনুষ্ঠিত হবে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ২০১০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এই উপজেলা। এবারের নির্বাচনের মধ্যে দিয়ে ২য় বারের মত আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন।

ইত্তেফাক/এমআরএম