মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাক্টরে দেড় মণ গাঁজা, গ্রেফতার ১

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৬:৪২

রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকার দমদমা ব্রিজ সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে ৬০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক্টর এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতার হওয়া মো. বাবলু মিয়া (৪০) কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালাহারহাট ফুলমতি গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর, রংপুর ক্যাম্পের একটি দল গোপনে সংবাদ পেয়ে ওই স্থানে চেকপোস্ট বসায়। এ সময় একটি ট্রাক্টর দ্রুত গতিতে অতিক্রমের চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে। এক পর্যায়ে ট্রাক্টর থামিয়ে পালানোর সময় বাবলু মিয়া গ্রেফতার হন। 

আরও পড়ুন: ঝিনাইদহে মুয়াজ্জিন হত্যা, নেপথ্যে পরকীয়া

পরে ট্রাক্টরের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু জানায়, ট্রাক্টরে পণ্য পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিত।

র‌্যাব জানায়, এ ঘটনায় জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। 

ইত্তেফাক/অনি