শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুষ্টিয়ায় শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৭:০৫

কুষ্টিয়ায় কলেজ শিক্ষিকার শ্লীলতাহানি মামলার রায়ে কলেজের অধ্যক্ষকে ১০ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি কুষ্টিয়া শহরের সৈয়দ মাস-উদ-রুমী কলেজের অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) চৌধুরী নুরুদ্দিন মো. সেলিম ওরফে সজল চৌধুরী (৫৩)। সে শহরের মিলপাড়ার মৃত চৌধুরী আব্দুল আলীর পুত্র।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মার্চ দুপুরে সৈয়দ মাস-উদ-রুমী কলেজের মহিলা কমনরুমের মধ্যে অধ্যক্ষ সজল চৌধুরী নিজ কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানি ঘটান। এই ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দণ্ডবিধি ১০ ধারায় অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে চার্জ গঠনপূর্বক সাক্ষ্য গ্রহন ও শুনানী দীর্ঘ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক অভিযুক্ত অধ্যক্ষকে ১০ বছর কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন। রায়ে বাদী সন্তোষ প্রকাশ করেন। 

আরও পড়ুন: রাবিতে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌশুলী আকরাম হোসেন দুলাল জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক আসামিকে ১০ বছর কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন বিচারক।

ইত্তেফাক/নূহু