শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা সোমাও মারা গেলেন

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৩:১৮

সড়ক দুর্ঘটনায় আহত রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোমা ঘোষও (৩৮)  মারা গেলেন। রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে একই দুর্ঘটনায় প্রধান শিক্ষিকা জুবেদা খানম (৪০) ও সহকারী শিক্ষিকা  আমেনা ইয়াসমিন (৩৫) মারা যান।

তিন শিক্ষিকার মৃত্যুতে রাঙ্গুনিয়ার প্রাথমিক শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃসহ রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান,  দীর্ঘ ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকা সোমা ঘোষ  মৃত্যু বরন করেন।

উল্লেখ্য,গত ৩ আগস্ট চট্টগ্রাম শহরের শোলকবহর এলাকায় তিন শিক্ষিকাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা ইয়াসমিন নিহত হন। পরে আহত দুইজনের মধ্যে প্রধান শিক্ষিকা জুবেদা খানম ষষ্ট দিনের মাথায় নগরের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার ভোরে মারা গেলেন সোমা ঘোষ।

ইত্তেফাক/এমআরএম