শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে ডেঙ্গু রোগে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:০৯

বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শনিবার বিকেলে ওই গৃহবধূর মৃত্যু হয়। তার নাম মমতাজ বেগম (৪৫)। সে পিরোজপুর জেলার সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে নতুন ভর্তি সামান্য বেড়েছে। রবিবার দুপুর পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭৫ জন। ১৬ জুলাই থেকে রবিবার ২৫ আগস্ট পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন: সাভারে নকল ডিটারজেন্ট কারখানায় সিলগালা, ৪২ লাখ টাকা জরিমানা

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৪১৮ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে মোট ৬ জন। 

ইত্তেফাক/নূহু