শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হনুমান আহত বাচ্চা নিয়ে বিচারের দাবিতে থানায়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৬

একদল কালোমুখ বিরল প্রজাতির হনুমান রবিবার দুপুরে কেশবপুর থানা প্রধান ফটকে অবস্থান নেয়। তারা এক পর্যায়ে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। বাচ্চটি ছিল আহত।

এরপর পরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধ ভাবে থানার প্রধান ফটকের সামনে ও ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়। এরপর কিছু শুকনো খাবার দিলে ঘণ্টা খানেক অবস্থানের পর তারা চলে যায়।

কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন জানান, শহর ও শহরতলীতে প্রায় ৫ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। তাদের উপর কেউ হামলা করলে তারা দলবদ্ধভাবে এভাবে থানায় যায়। ইতিপূর্বে এরকম একাধিক ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/আরকেজি