বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:০৭

ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন কুমার দে (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রতনের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় লাইনের কাজ করতেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান পৌরসভার ৪নং ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রতন দৌলতখান পৌরসভার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করার জন্য খুঁটির ওপরে উঠে। এ সময় ভুলবশত ওই লাইনটি চালু হয়ে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুুঁটির ওপরই মারা যায়। খবর পেয়ে দৌলতখান উপজেলার  ফায়ার সার্ভিস কর্মীরা এসে তার মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: মাছ কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন টেকনাফের ছৈয়দ আলম

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইত্তেফাক/নূহু