শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অমাবস্যার রাতে বাবাকে বলি দেওয়ার চেষ্টা ছেলের!

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৬

অমাবস্যার রাতে বাড়িতে বাবাকে বলি দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। তবে ঘটনার দিন কোনো রকম পালিয়ে রক্ষা পেয়েছেন সুধাকর সুত্রধর। 

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, ঘটনাটি ভারতের বীরভূমের সাঁইথিয়ার শিবতলা এলাকার। বৃদ্ধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী ও মেয়েকে। তবে পালিয়েছে ছেলে। 

সুধাকর সুত্রধর জানান, তার স্ত্রী সরস্বতী সুত্রধর, ছেলে ব্রজগোপাল ও মেয়ে কাঞ্চন সুত্রধরের সঙ্গে ওই বাড়িতে থাকেন তিনি।  

তার দাবি, গত একবছর ধরে তিনি গৃহবন্দি। অমাবস্যার দিন দেখে তাকে বলি দেবে বলে সিদ্ধান্ত নেয় স্ত্রী, মেয়ে ও ছেলে। বৃদ্ধ সুধাকর সূত্রধরের এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। 

আরো পড়ুন: ট্রাকে চাঁদাবাজি, হাতেনাতে আটক ঢাবির দুই ছাত্রলীগ কর্মী

এদিকে গ্রেফতার বৃদ্ধের স্ত্রী ও মেয়ে বলির বিষয়টি অস্বীকার করেছেন। 

বীরভূমের পুলিস সুপার বলছেন, একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগকারী তার অভিযোগে নরবলির কথা লেখেননি। তিনি মুখে বলেছেন। আমরা ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ