শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ধর্মপ্রচারকের কাছ থেকে ২৩ জন সংক্রমিত

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৯:৪৩

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ব্যক্তির কাছ থেকে ২৩ জন সংক্রমিত হয়েছেন। এর জেরে ২০টি গ্রামের ৪০ হাজার বাসিন্দাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৭০ বছর বয়সি বলদেব সিং সম্প্রতি করোনাভাইরাসে মারা যান। আর এই ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর। এই ব্যক্তি এক জন শিখ ধর্মপ্রচারক। সম্প্রতি তিনি ইতালি এবং জার্মানি সফর শেষে দেশে ফেরেন।

বিবিসি জানায়, মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের একটি উৎসব ‘হোলা মহল্লা’ উপলক্ষ্যে বলদেব সিং বড়ো ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন। ছয় দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। বলদেবের মৃত্যুর পর তার ১৯ আত্মীয়ের দেহে পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত ৫৫০ ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যারা সরাসরি তার সংস্পর্শে এসেছিলেন। কিন্তু এই সংখ্যা এখন বাড়ছে বলে জানান পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, যেখানে তিনি থাকতেন তার আশপাশে ১৫টি গ্রাম আমরা এ পর্যন্ত সিল করে দিয়েছি। পাশের জেলার পাঁচটি গ্রামও লকডাউন করা হয়েছে। এতে ৪০ হাজার বাসিন্দা কোয়ারেন্টাইনে চলে গেছেন। তবে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পাঞ্জাবের ৩৩ জন আক্রান্তের মধ্যে অন্তত ২৩ জনই তার সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। গত ১৮ মার্চ মৃত্যু হয় পাঞ্জাবের ঐ ব্যক্তির। পাঞ্জাব প্রশাসন জানিয়েছে, শহিদ ভগৎ সিংহ নগর জেলার বাসিন্দা স্থানীয় একটি গুরুদুয়ারে পুরোহিতের কাজ করতেন। ভারতে ২১ দিনব্যাপী লকডাউন চলছে।

ইত্তেফাক/আরকেজি