শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় ব্রাজিলে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

আপডেট : ২২ মে ২০২০, ১৫:৫৩

ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ব্রাজিলে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ মৃত্যু বরণ করেছে। আল জাজিরা।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৮ জন মানুষ করোনায় মৃত্যু হয়েছে। যা গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যার চেয়ে বেশি। সেই সঙ্গে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৭ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ব্রাজিলে এ পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৮৭ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই হিসেবে আক্রান্তের দিক থেকে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭৫৮ জন। দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৮৮ জন।

আরও পড়ুন: প্রিয়াঙ্কার ‘গেরুয়া’ মন্তব্যের জবাবে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

বিশ্ববিদ্যালয়টি বলছে, সাড়া বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১ লাখ ১৮ হাজার ৪১৬ জন। আর বিশ্বে মৃত্যু বরণ করেছেন ৩ লাখ ৩৩ হাজার ২১২ জন। সেই সঙ্গে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯ লাখ ৬০ হাজার ২২৩ জন মানুষ।

ইত্তেফাক/আরআই