শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লেবাননে ভয়াবহ বিস্ফোরণের কারণ ক্ষেপণাস্ত্র হামলা? 

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৭:৪৮

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের কারণ ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা হতে পারে। শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন এই মন্তব্য করেছেন।  

সাংবাদিকদের মাইকেল আউন বলেন, বৈরুতের বিধ্বংসী বিস্ফোরণের কারণ 'অবহেলা, ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা' হতে পারে।  

সাক্ষাৎকারে তিনি বলেন, ওই বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার হয়নি। সেটা (বিস্ফোরণ) হয়তো অবহেলার কারণে হতে পারে বা বৈদেশিক শক্তির মিসাইল বা বোমা হামলার' কারণে।  

এর আগে গত  মঙ্গলবার এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বৈরুতের একটি গুদামে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল। 

তিনি আরও বলেছিলেন, এটি অগ্রহণযোগ্য যে, কোন ধরণের সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট একটি গুদামে ছয় বছর ধরে ছিল।

এদিকে ভয়াবহ ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। আহত অন্তত পাঁচ হাজার। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিশাল ওই দুর্ঘটনায় দেশটির জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসলেও সেই শোক বর্তমানে সরকারে বিরুদ্ধে ক্ষোভে পরিণত হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয়দের মধ্যে মধ্যে সরকারবিরোধী ক্ষোভ বাড়ছে। লেবাননের জনগণ জানাচ্ছে, সরকারের অবহেলার কারণে এই দুর্ঘটনা।

এরই মধ্যে গত বৃহস্পতিবার বৈরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বিবিসি, টেলিগ্রাফ, ইউরো নিউজ

ইত্তেফাক/এসআর