শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে উৎপাদন হবে ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:২৯

‘স্পুটনিক-৫’ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ উৎপাদন করবে ভারতের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হেটেরো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমন খবর জানানো হয়।

রাশিয়ার তৈরি এ ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ’৯২ শতাংশ কার্যকর’ প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও ভারতের ওষুধ কোম্পানি হেটেরো ২০২১ সালের শুরুর দিকে ভারতে ‘স্পুটনিক-৫’ টিকা উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

আরডিআইএফ এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের নেতৃস্থানীয় জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেটেরো ভারতে বিশ্বের প্রথম করোনাভাইরাসের নিবন্ধিত ভ্যাকসিনের দশ কোটি ডোজ উৎপাদনে রাজি হয়েছে।’

গত আগস্টে রাশিয়া প্রথম ‘স্পুটনিক-৫’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা।অক্টোবরের মাঝামাঝি রাশিয়া করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দেয়। দ্বিতীয় টিকাটির নাম ‘এপিভ্যাককরোনা’। তৃতীয় টিকার শিগগিরই নিবন্ধন দেবে বলে জানিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: মুম্বাই হামলার প্রধান আসামীকে মুক্তি দিলো পাকিস্তান

টুইটারে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন উৎপাদনের পর তা বিশ্ব বাজারে সরবরাহের লক্ষ্যে কাজ করছে আরডিআইএফ ও হেটেরো। এখন ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে।’

গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও মডার্নার চেয়ে প্রতি ডোজের দাম অনেক কম হবে রাশিয়ার তৈরি ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিনের।

ইত্তেফাক/এএইচপি