বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদি আরবে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১০:২৬

‘গুরুতর বিশ্বাসঘাতকতা’ এবং ‘শত্রুদের সহযোগিতা’ করার অভিযোগে দোষী সাব্যস্ত সৌদি আরবের তিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। —রয়টার্স

বিবৃতিতে বলা হয়েছে, একটি বিশেষ আদালতে ন্যায্য বিচারের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অবশ্য ‘শত্রু’ কারা সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণের একটি প্রদেশে ঐ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরব ছয় বছরের বেশি সময় ধরে ইয়েমেনে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। সৌদি আরবে ২০২০ সালে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বনিম্ন। তার আগের বছরই সেখানে ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানায় দ্য হিউম্যান রাইটস কমিশন।

ইত্তেফাক/এসএ