শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন 'শাটডাউন' এড়ালো যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১০

নতুন করে সম্ভাব্য অচলাবস্তায় আর পড়তে হল না যুক্তরাষ্ট্রকে। ডেমোক্রেট ও রিপাবলিকান আইনপ্রণেতারা মার্কিন সরকারের আরেকটি আংশিক অচলাবস্থা কাটাতে ইতিমধ্যে সীমান্ত নিরাপত্তা তহবিলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। 

বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী ওয়াশিংটনে সোমবার রাতে ডেমোক্রেট ও রিপাবলিকানদের এক বৈঠকে চুক্তিটি হয়েছে। তবে চুক্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫.৭ বিলিয়ন ডলারের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। এই চুক্তির মাধ্যমে ১৫ ফেব্রুয়ারির পর মার্কিন সরকারে নতুন করে অচলাবস্থায় পড়ার সংকট আপাতত কাটিয়ে উঠলো।  

রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি গণমাধ্যমকে বলেছেন, আমরা একটি সমঝোতায় পৌঁছেছি।

তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, এতে আদৌ কি ট্রাম্প তাঁর মেক্সিকো সীমানে দেয়াল নির্মাণের জন্য অর্থ পাচ্ছে কিনা তাতে স্পষ্ট কিছু বলা হয় নি।

আরো পড়ুন: ক্ষেপণাস্ত্র তৈরিতে ভবিষ্যতেও কারো অনুমতি নেব না: রুহানি 

মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পাওয়ায় ট্রাম্পের কারণে মার্কিন সরকারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী টানা ৩৫ দিনের অচলাবস্থায় মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র।  

ইত্তেফাক/এসআর