শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একসঙ্গে ৭ সন্তানের জন্ম দিলেন মা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৫

একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এমন ঘটনা ঘটেছে ইরাকের দিয়ালা প্রদেশে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ২৫ বছর বয়সী এক নারী কোনো সিজারিয়ান পদ্ধতি ছাড়াই প্রাকৃতিক উপায়ে ৭ সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া ৭ নবজাতকের মধ্যে ৬ মেয়ে ও এক ছেলে।   

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একই সঙ্গে পৃথিবীর আলো দেখা নবজাতকেরা ও মা সুস্থ রয়েছে। তবে ওই মায়ের পরিচয় প্রকাশ করা হয়নি। 

দেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফিরাজ আল আজ্জাবী এক বিবৃতিতে জানান, মা ও নবজাতক সুস্থ আছেন। তারা ওই মায়ের নাম প্রকাশ করতে চান না বলে জানান। 

ধারণা করা হচ্ছে ইরাকে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম।

শিশুদের বাবা ইউসুফ ফেদেল স্থানীয় আন্নাহার পত্রিকাকে বলেন, ‘আমরা আসলে কল্পনাও করিনি। খোদার উপহার আমরা সানন্দে গ্রহণ করেছি।’

আরো পড়ুন: সহিংসতার কারণে হাইতি ছাড়লো কানাডার ২৫ শিক্ষার্থী 

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকদের ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ছোট ছোট বাচ্চা পাশাপাশি বিছানায় শুয়ে আছে। সামাজিক মাধ্যমে  সবাই  তাদের সুখী ও স্বচ্ছন্দ জীবনের আশায় শুভেচ্ছা জানিয়েছেন।

ইত্তেফাক/এসআর