বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ১১ জুন ২০১৯, ১৬:৪৯

নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা ম্যানহাটনে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের কাছে ৫৪ তলা ভবনের ছাদে একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে জরুরি অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার দিকে ম্যানহাটনের টাইমস স্কয়ার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন ট্রাম্প টাওয়ারের কাছে অবস্থিত সেভেন্থ অ্যাভিনিউয়ের এক্সএ অ্যাক্যুইট্যাবল সেন্টারের ছাদে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এর আগে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন।

দুর্ঘটনায় ভবনে অবস্থানরত কেউ ক্ষতির শিকার হননি। তাৎক্ষণিকভাবে ভবনটির বিভিন্ন দফতরের কর্মীদের নিচে নামিয়ে নেয়া হয়। নিহত পাইলট টিম ম্যাককরম্যাক ফায়ার সার্ভিসের সাবেক স্বেচ্ছাসেবক।

এদিকে এ দুর্ঘটনার পর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অ্যাক্যুইট্যাবল সেন্টারে অবস্থানরত অনেকেই মনে করেছিলেন, ভবনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে। পরে পুলিশ তাদের আশ্বস্ত করে।

আরও পড়ুনঃ বারবার পুলিশি তল্লাশি, মসজিদই গুড়িয়ে দিলো মুসলিমরা

এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানান নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি. ব্লাজিও। তিনি বলেন, হেলিকপ্টারটি ভবনের ছাদে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন।

ইত্তেফাক/টিএস