শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গভর্নরের পদত্যাগ

কম্বোডিয়ায় ভবন ধস, নিহত বেড়ে ২৮

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৯:৫১

কম্বোডিয়ার সমুদ্র সৈকত এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ২৪ জন। সোমবার দেশটির গণমাধ্যম এই তথ্য জানায়। 

ভবন ধসের ঘটনায় প্রিয়াহ সিহানৌক প্রদেশের গভর্নর ইউন মিন পদত্যাগ করেছেন।

গত শনিবার দেশটির সমুদ্র সৈকতের সঙ্গে লাগোয়া সিহানৌকভিল শহরে ৭ তলা বিশিষ্ট ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। এ সময় ভবনের ভিতরে নির্মাণ কর্মীরা ছিল।  চীনের একটি কোম্পানি ভবনটির মালিক।

ইতিমধ্যে দেশটির পুলিশ ভবনের চীনা মালিকসহ চারজনকে গ্রেফতার করেছে। এছাড়া কম্বোডিয়ান ভূমিমালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ভবনটির ধ্বংস্তুপের ভিতরে ৩০ জনের বেশি লোক ছিল।’

আরো পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ভয় পাই না: তুরস্ক 

তবে অনেকে বলছেন ভবন ধসের সময় ভবনে ৬০ জন লোক ছিল।

ইত্তেফাক/এসআর