শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আকাশসীমা খুলে দিলো পাকিস্তান

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৬:৩১

ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া বালাকোট এয়ার স্ট্রাইকের পর বেসামরিক বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশ পথ বন্ধ রাখা হয়েছিল।প্রায় ৫ মাসের মাথায় মঙ্গলবার সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানানো হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির পক্ষ থেকে।

পিসিএএ-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ‘এই মুহূর্ত থেকে পাকিস্তানের আকাশ খুলে দেওয়া হল সব রকম বেসামরিক বিমান চলাচলের জন্যে।’

এর আগে পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছিল, যতদিন না ভারত তাদের সীমান্তবর্তী এয়ারবেস থেকে সব ফাইটার জেট সরাচ্ছে ততদিন বন্ধ থাকবে পাকিস্তানের আকাশ সীমা। 

আরও পড়ুনঃ বিয়ের এক মাসের মাথায় নুসরাতের মন খারাপ!

এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ১১টির মধ্যে মাত্র একটি রুট পাকিস্তান খুলে দিয়েছিল ভারত থেকে পশ্চিমে যাওয়া বিমানের জন্যে। এই পথেই যাওয়া আসা করছিল এয়ার ইন্ডিয়া এবং টার্কিশ এয়ারলাইন্সের বিমান।

ইত্তেফাক/টিএস