মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জমি চাষ করতে গিয়ে মিললো অর্ধ কোটি টাকার হিরে!

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১০:৩৮

প্রতিদিনের মতোই জমিতে চাষ করছিলেন এক কৃষক।  হঠাৎ জমিতে এদিন স্বচ্ছ একটি নুড়ি দেখে সন্দেহ হয় তাঁর। পাথরটা  গুঁজে সোজা গয়নার দোকান ছুটে যান তিনি। পাথরটি পরীক্ষা করেই চক্ষু চড়কগাছ দোকানের মালিকের। স্বচ্ছ পাথরটি আসলে বেশ বড়সড় একটি হিরে। যার বাজার মূল্য অন্তত ৬০ লক্ষ টাকা!  

এই ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে। চাষের জমিতে কাজ করার সময়েই হিরে খুঁজে পান ওই কৃষক। 

ইতিমধ্যেই ওই চাষির থেকে ১৩.৫ লক্ষ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হিরেটি কিনেছেন এক স্থানীয় হিরে ব্যবসায়ী।

আল্লাহ বক্স নামের ওই হিরে ব্যবসায়ীর মতে, হিরা কেটে পালিশ করার পরে তার দাম প্রায় ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অভিজ্ঞ কারিগর দিয়ে পালিশ করলে তবেই মিলবে হিরের আসল মূল্য। তবে, হিরেটির আকার, রঙ বা অন্যান্য তথ্য এখনও খোলসা করেননি ওই হিরে ব্যবসায়ী।

গোটা ঘটনাটি এখনও বিশ্বাস করতে পারছেন না ওই চাষি।

আরও পড়ুন: ইরানের সঙ্গে সমঝোতা কঠিন হয়ে পড়েছে: ট্রাম্প 

জানা যায়, অন্ধ্রপ্রদেশের এই অংশে হিরে খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও কুরনুল জেলাও তার আশেপাশের চাষের ক্ষেত, নদীর পার থেকে হিরে খুঁজে পেয়েছেন অনেকে। 

ইত্তেফাক/এসআর