মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও রোডশো অনুষ্ঠিত

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২৯

 

বাংলাদেশ পাবলিক ইস্যু বিধি-২০১৫ অনুযায়ী বুক বিল্ডিং মেথডের মাধ্যমে ইনেশিয়াল পাবলিক অফারিং (আইপিও)-তে যাত্রা শুরু করল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান মিসেস তাহমিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, পরিচালক মাকসুদ আহমেদ, সাদিয়া আহমেদ, স্বতন্ত্র পরিচালকগণ, কোম্পানি সচিবসহ অন্য কর্মকর্তারা। বুক বিল্ডিং মেথডের মাধ্যমে বিএসইসি-এর অনুমোদনসাপেক্ষে ৯৫ কোটি টাকার জন্য আইপিও-তে অংশগ্রহণ করছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটি নতুন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন, ক্যাপিটাল মেশিনারিজ এবং ঋণ পরিশোধে ব্যয় করবে। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ বলেন, সফলভাবে আইপিও সম্পন্নের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত উত্পাদন ক্ষমতা এবং মার্কেট শেয়ার অর্জন করতে পারব। বাংলাদেশের মার্কেটের চাহিদা পূরণ করে অন্য উন্নত দেশগুলোতেও তখন রপ্তানি করতে পারব। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডে বিনিয়োগ করার এখনই সেরা সময় এবং আমরা আমাদের শেয়ার হোল্ডারদের সঠিক রিটার্ন দিতে সক্ষম হব এবং পুঁজিবাজারে আমাদের পরবর্তী মাইলফলক শুরু করতে পারব। —প্রেস বিজ্ঞপ্তি

 

এ সম্পর্কিত আরও পড়ুন