পূর্ব আফগানিস্তানে একটি বিয়ের আসরে চলমান গান বন্ধ করতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। তিন বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। হামলাকারীরা নিজেদের তালেবান হিসেবে পরিচয় দিলেও সংগঠনটির মুখপাত্র এদের সঙ্গে তালেবানের কোনো সংশ্রব নেই বলে দাবি করেছেন। রবিবার (৩১ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
তালেবানের একজন মুখপাত্র বলেছেন, 'তিনজন বন্দুকধারীর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।' একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, শুক্রবার নানগারহার প্রদেশের সুরখ রড জেলায় যৌথ বিয়েতে চার দম্পতির বিয়ে হচ্ছিল। তারা স্থানীয় তালেবান নেতার কাছ থেকে শুধুমাত্র নারীদের ব্যবহার করা এলাকায় রেকর্ড করা গান বাজানোর অনুমতি নিয়েছিল।
কিন্তু গভীর রাতে বন্দুকধারীরা জোর করে ভেতরে ঢুকে লাউডস্পিকার ভাঙার চেষ্টা করে। অতিথিরা প্রতিবাদ করলে অস্ত্রধারীরা গুলি চালায়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, মামলাটি তদন্তাধীন।
ইত্তেফাক/এসএ