শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইবির ডি ইউনিটে পাশের হার ৫৮ শতাংশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২১:০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ ভুক্ত ডি ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৫৮.৬০ শতাংশ। ডি ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. মু. ইয়াকুব আলী দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ড. মু. ইয়াকুব আলী বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ‘ডি ইউনিটে ১ হাজার ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে সকল শর্ত মেনে কৃতকার্য হয়েছেন ৬৬৮ জন শিক্ষার্থী। এর আগে গত ২ নভেম্বর ‘ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তিনটি বিভাগে ২৪০ আসনের বিপরীতে ১ হাজার ৩১৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।

পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়র ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

ইত্তেফাক/ ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন