শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সন্তান কি অল্পতে রেগে যাচ্ছে 

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:৪৬

শিশুরা নিজেদের মানসিক চাপের কথা সব সময়ে বলতে পারে না। বড়রা বলতে পারলেও ছোটরা দ্বিধা করে। অনেক সময় তাদের মানসিক পরিবর্তনের সময়টাতে হুটহাট রেগে যায়। তখন কী করবেন, কোন কোন বিষয়ের ওপর নজর দেবেন জেনে নিন। 

সন্তান যদি কথায় কথায় অল্পতে রেগে যায়, তাহলে তার কথা শোনার চেষ্টা করুন

আপনার শিশুর ঘুম কি মাঝরাতে ভেঙে যায়, যদি এমনটা নিয়মিত হয় তাহলে সতর্ক হওয়া খুব দরকার। তার সমস্যাটি কী জানতে চেষ্টা করুন। অযথা বকাঝকা করে ঘুমাতে বলবেন না। সে কী কোনো খারাপ স্বপ্ন দেখেছে কিনা জিজ্ঞেস করুন। তার কোনো কিছু প্রয়োজন কিনা জানতে চান। দেখবেন শিশু তার সমস্যার কথা লুকাবে না। 

সন্তানের ভেতরে অস্বস্তি কাজ করলে এমনটা দেখা যায়। তখন প্রকৃত কারণ প্রকাশ করতে না পেরে তারা রেগে যায়

আপনার সন্তান কী কথায় কথায় অল্পতে রেগে যাচ্ছে, তাহলে তার কথা শোনার চেষ্টা করুন। কোনো মানুষের ভেতরে অন্য অস্বস্তি কাজ করলে এমনটা দেখা যায়। শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি হয়। অস্বস্তির আসল কারণ প্রকাশ করতে না পেরে রেগে যায় তারা। বিষয়টি গুরতর হওয়ার আগে এ নিয়ে শিশুর সঙ্গে বন্ধুর মতো কথা বলুন।

সন্তান হঠাৎ করে খাওয়াদাওয়া কম করছে কিনা খেয়াল করুন

হঠাৎ করে খাওয়াদাওয়া কম করছে কিনা খেয়াল করুন। নিয়মিত একই খাবার পছন্দ না-ই হতে পারে। তাহলে নতুন কোনো পছন্দের খাবার বানিয়ে দেন। আবার মুখে অরুচি হয়েছে কিনা জানতে চান। আর খিদের অনুভূতি যদি না-ই হয়, তাহলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

ইত্তেফাক/আরএম 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন