জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন সামসকে (আনারস প্রতীক) হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে সামস উদ্দিনের বাড়ি ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন সামস উদ্দিন।
সামস উদ্দিন জানান, তিনি ১৯৯৭ সাল থেকে টানা চারবার পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত গাছবয়ড়া গ্রামে তার বাড়িতে ঘেরাও করে। এ সময় তিনি অন্য বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও আক্রমণ চালায়। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মাকসুদ আলম জানান, স্বতন্ত্র প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।